অবৈধ উপায়ে নিয়োগ ও পদোন্নতি পাওয়ার অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পাঁচ শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সাময়িক বরখাস্ত শিক্ষকরা হলেন, মানবিক ও ব্যবসায় বিভাগের অধ্যাপক মাসরুরা মোস্তফা, আইইএম বিভাগের অধ্যাপক সুব্রত তলাপাত্র, বিইসিএম বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইকরামুল হক, ইএসই বিভাগের সহকারী অধ্যাপক নিবিড় মন্ডল এবং মানবিক ও ব্যবসায় বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার রোমান।
সোমবার (০৯ ডিসেম্বর) বিকেলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য শাখার সেকশন অফিসার (গ্রেড-১) শাহেদুজ্জামান শেখ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অবৈধ উপায়ে নিয়োগ এবং পদোন্নতি পাওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেট সভায় তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।