বার্ষিক সমন্বিত ভর্তি ব্যবস্থা জিএসটি (সাধারণ, বিজ্ঞান ও টেকনোলজি) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে গেলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি-সাস্ট)। তবে এবারও সমন্বিত এই পরীক্ষায় থাকছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি-যাস্ট)। সেই পরিপ্রেক্ষিতে এবার ২৩টি বিশ্ববিদ্যালয়ে একইসেঙ্গ ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে বলে আভাস মিলেছে।
শনিবার (৭ ডিসেম্বর) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এবার আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে একমত হয়েছি। সম্প্রতি একটি সভায় প্রাথমিক আলোচনা হয়েছে। শিগগির আরেকটি সভা করে করে সবকিছু চূড়ান্ত করা হবে। আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যেই পরীক্ষা নিয়ে দ্রুত ভর্তি প্রক্রিয়া শেষ করতে চাই
তবে রাতে গুচ্ছ ছাাড়ার বিষয়টি নিশ্চিত করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জনসংযোগ দফতর। এ নিয়ে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। গণমাধ্যম কর্মীদের তিনি বলেছেন, আমরা আজকে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে মিটিং করেছি, আমরা গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে এসেছি। আগামী সেশন থেকে আমরা নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করাবো। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকতাসহ সংশ্লিষ্ট সবাই সহযোগিতা কামনা করেন উপাচার্য।
এ বিষয়ে উপাচার্যের পিএস ডেপুটি রেজিস্ট্রার ড. এ এফ এম সালাউদ্দিন বলেন, এখন থেকে শাবিপ্রবি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার আওতায় থাকবে না। আগামী ১২ ডিসেম্বর একাডেমি কাউন্সিলের সভা রয়েছে। তাতে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া, পরীক্ষার মানবণ্টন সবকিছু নিয়ে আলোচনা হবে।
এদিকে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে শাবিপ্রবি বের হওয়ার উদ্যোগ নেওয়ার বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি সাধুবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা।