ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গাজীপুর, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের একমাত্র ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘ডুয়েট টেক্সটাইল ক্যারিয়ার এন্ড রিসার্চ ক্লাবের’ (DTCRC) পঞ্চম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি মনোনীত হয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো:লিকুনুজ্জামান নিশু এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো: মোস্তাফিজুর রহমান।
ডুয়েট ওল্ড একাডেমিক ভবনের সেমিনার কক্ষে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করেন ডিপার্টমেন্ট প্রধান প্রফেসর ড. মোঃ জাকারিয়া। এর আগে চতুর্থ কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।এসময় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও ডুয়েট এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুস শহীদ, হেড অফ গ্রুপ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এসরোটেক্স গ্রুপের আসাদুল হক শাওন এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থী ও সদ্য বিদায়ী কমিটি ও বর্তমান সদস্যরা ।
এদিকে ক্যারিয়ার ক্লাবের পঞ্চম কার্যনির্বাহী কমিটিতে মনোনীত অন্য সদস্যরা হলেন- ভাইস প্রেসিডেন্ট এন্ড এডভাইজার অফ রিসার্চ: মো: হারুন অর রশীদ হিমেল; ভাইস প্রেসিডেন্ট এন্ড এডভাইজার অফ ক্যারিয়ার: মো: বিপ্লব মিয়া; ভাইস প্রেসিডেন্ট এন্ড এডভাইজার অফ ফাইন্যান্স: মো: রকিবুল ইসলাম; ভাইস প্রেসিডেন্ট এন্ড এডভাইজার অফ ইন্ডাস্ট্রি: মো: শাকিল মাহমুদ; ভাইস প্রেসিডেন্ট এন্ড এডভাইজার অফ অর্গানাইজিং: মো: তারিকুল ইসলাম; ভাইস প্রেসিডেন্ট এন্ড এডভাইজার অফ মিডিয়া এন্ড পাবলিকেশন্স: মো মেহেদী হাসান
ভাইস প্রেসিডেন্ট এন্ড এডভাইজার অফ অফিস: মো ফরহাদ বাবু; ভাইস প্রেসিডেন্ট এন্ড এডভাইজার অফ স্পোর্টস: মো সাগর আহমেদ সাহিল; ভাইস প্রেসিডেন্ট : মো: সবুজ হোসেন, জীবন চন্দ্র; জয়েন সেক্রেটারি:মোঃ জাহিদ হাসান, মোঃ সাজ্জাদ হোসেন ফাইন্যান্স সেক্রেটারি: মোঃ মল্লিক মোজাম্মেল; অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স সেক্রেটারি: মাহমুদুল হাসান ফোরকান; অর্গানাইজিং সেক্রেটারি: হাবিবুল্লাহ মেসবাহ, মোঃ নুরুন্নবী হক
অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি: জয় রয় সীমান, রাশেদ বিল্লাহ রিসার্চ সেক্রেটারি: আল আমিন, মোকসেদুর রহমান সিফাত; এসিস্ট্যান্ট মেম্বার সেক্রেটারি: আতিকুর রহমান অনিক, রমাকান্ত রায়; মেম্বার সেক্রেটারি: আরাফাত হোসাইন; এসিস্ট্যান্ট মেম্বার সেক্রেটারি: সরোয়ার জাহান, সাইয়েদুল মুরসালিন; অফিস সেক্রেটারি : আব্দুল্লাহ আল ওমর; অ্যাসিস্ট্যান্ট অফিস সেক্রেটারি:ইকবাল হাসান, বিধানচন্দ্র রায়; স্পোর্ট সেক্রেটারি :
রিয়াজুল ইসলাম রাকিব, সাগর মন্ডল; অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস সেক্রেটারি: এসকে সরোয়ার জাহান; মিডিয়া এন্ড পাবলিকেশন সেক্রেটারি: সরোয়ার জাহান পরান, রাশেদুল ইসলাম; অ্যাসিস্ট্যান্ট মিডিয়া এন্ড পাবলিকেশন সেক্রেটারি: তরিকুল ইসলাম নাঈম; কালচারাল সেক্রেটারি: মানিক ইসলাম, আব্দুল্লাহ আল মামুন; অ্যাসিস্ট্যান্ট কালচারাল সেক্রেটার: সাদমান সাকিব; ওমেন্স সেক্রেটারি: নিতু আক্তার এবং অ্যাসিস্ট্যান্ট ওমেন্স সেক্রেটারি: ফাহিমা আক্তার।