সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালনের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ আবু ইউসুফ।
সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১ টায় জাতীয় স্মৃতিসৌধের শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এসময় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড.মোঃ আনোয়ার হোসেন, রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান, আইওটি এন্ড রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুমন সাহা, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাকিব হোসেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: মশিউর রহমান, ডেটা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তানজিম তাহারাত অর্পা, সাধারণ শিক্ষা বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুজন চন্দ্র সূত্রধর, ছাত্রী হলের প্রভোস্ট মুনিরা আকতার লতা, প্রক্টর ফারজানা আক্তার, পরিচালক (শিক্ষার্থী কল্যাণ) ফারহানা ইসলাম, বিভিন্ন অফিস প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।