”সচেতনতা গড়ি, প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের ব্যবহার করি” স্লোগানে প্লাস্টিক দূষণ রোধে সচেতনতামূলক কর্মশালা করলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। চুয়েটের আবাসিক হল গুলোর হল কর্তৃপক্ষ ছাড়াও ডাইনিং এ কর্মরত কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দোকানের মালিকগণ, এবং ডাইনিং ম্যানেজাররা এই সেমিনারে যোগ দিয়েছে।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্যের অন্তর্বর্তীকালীন দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. সুদীপ কুমার পাল।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দ্বায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার, গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, এসসিআইপি প্লাস্টিকস প্রজেক্টের বৈজ্ঞানিক বিশেষজ্ঞ অধ্যাপক ড. আসিফুল হক, ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসসিআইপি প্লাস্টিকস প্রজেক্টের বৈজ্ঞানিক পরিচালক অধ্যাপক ড. মোছাঃ ফারজানা রহমান জুথী। অনুষ্ঠানটি সঞ্চালন করেন নিলয় দাস ও তৃষা দাস।
চুয়েট পুরকৌশল বিভাগের অধীন সাসটেইনেবল ক্যাপাসিটি বিল্ডিং টু রিডিউস ইররিভার্সিবল পলিউশন (এসসিআইপি প্লাস্টিকস) প্রজেক্টের উদ্যোগে অনুষ্ঠিত হয় সেমিনারটি। জার্মান সরকারের পরিবেশ, প্রকৃতি সংরক্ষণ,পারমাণবিক নিরাপত্তা এবং ভোক্তা অধিকার সুরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে এই উদ্যোগের নেতৃত্বে রয়েছে জার্মানির বাউহাউস ইউনিভার্সিটি ভাইমার।