আল্টিমেটাম মাথায় নিয়ে পদত্যাগ করেছেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভিসি-রেজিস্ট্রারসহ ৪ কর্মকর্তা। পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে তারা পদত্যাগকারীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান, প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শক প্রফেসর ড. মাহবুব হোসেন ও রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান।
শনিবার সকালে তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। হাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে জানান, নিয়ম অনুযায়ী ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি বরাবর এবং প্রক্টর, ছাত্র পরামর্শক ও রেজিস্ট্রার যথাযথ কর্তৃপক্ষ বরাবর তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এর আগে গত বৃহস্পতিবার উল্লিখিত কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভকারীরা ভিসিসহ অন্যান্যদের অফিসের নামফলকসহ প্রশাসনিক ভবনে ভিসি’র ছবিযুক্ত নিউজ বোর্ডের সব ছবি ছিঁড়ে ফেলেন।