যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ও আবাসিক হলসমূহ রবিবার থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের ক্যাম্পাসে রাজনীতি থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
শনিবার (১০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে রিজেন্ট বোর্ডের ১০৩তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় খোলার পর ছাত্র, শিক্ষক ও কর্মচারিদের “যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১” এর ধারা ৪৭ (৫) এবং “সাধারণ আচরণ, শৃঙ্খলা ও আপীল সংক্রান্ত বিধি” এর বিধি-৩ এর (জ) (“কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী রাজনৈতিক মতামত প্রচার করতে পারিবেন না বা তিনি নিজেকে কোনো রাজনৈতিক সংগঠনের সহিত জড়িত করিতে পারিবেন না।”) অনুসরণ করার জন্য বলা হয়েছে।
রিজেন্ট বোর্ডের সব সদস্য ভার্চুয়ালি সভায় অংশ নেন। সভায় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে হল প্রভোস্ট ও প্রক্টরকে সর্বদা সচেষ্ট থাকার জন্য রিজেন্ট বোর্ডের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন যবিপ্রবির জনসংযোগ শাখার তথ্য কর্মকর্তা মো. নাজমুল হোসাইন।
এর আগে বেলা ১১টায় কোষাধ্যক্ষ, অনুষদীয় ডিনবৃন্দ, প্রভোস্টবৃন্দ, প্রক্টর এবং পরিচালকের (ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতর) সমন্বয়ে বিদ্যমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী করণীয় নির্ধারণার্থে উপাচার্যের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত সভার সুপারিশ পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার শুরুতে সর্বসম্মতিক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যেসব শিক্ষার্থী শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এখনও পর্যন্ত যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানানো হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খালেদা আক্তার, যুগ্ম সচিব ড. মোর্শেদা আক্তার, যশোরের আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওছার উদ্দিন আহম্মদ, আইসিসিডিআর’বি-এর বায়োসেফটি অ্যান্ড বিএসএল-৩ ল্যাবরেটরির প্রধান ড. আসাদুলগনি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. কৌশিক সাহা, ইউজিসির অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. এম. এ. রশীদ, যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদী হাসান, সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহবুবুল হক খান, রিজেন্ট বোর্ডের সচিব ও রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব প্রমুখ।