কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কোনও শিক্ষার্থী হয়রানির শিকার হলে তাকে সার্বিক সহযোগিতা করবে বুয়েট কর্তৃপক্ষ। এ লক্ষ্যে বুয়েট কর্তৃপক্ষ ৬ সদস্যের একটি ভিজিল্যান্স টিম গঠন করেছে।
বুয়েটের সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (৩ আগস্ট) এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কোনও শিক্ষার্থী হয়রানির শিকার হলে শিক্ষার্থী নিজে, অথবা তার সহপাঠী, অভিভাবককে ভিজিল্যান্স টিমের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন সিদ্দিক, অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন, ড. মো. আসিফ রায়হান, ইয়াসির আরাফাত, ড. বাদল মহলদার এবং ড. সাদিয়া শারমিনের সঙ্গে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হলো।