দেশের সবচেয়ে বড় আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথন প্রোগ্রামিং কোডিং ‘সামুরাই-২০২৪’ প্রতিযোগিতায় দেশ সেরার মুকুট অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল ‘ডিফাইন কোডারস’। ১ম ও ২য় রানার্স আপ হয়েছে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল ‘ডিইউ-প্রমিথিউস’ এবং ‘ডিইউ ডিলিজেন্স’। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন- সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী নাফি উল্লাহ শাফিন, ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মেহরাজুল ইসলাম ও শাওন মাজিদ।
প্রাপ্ত পুরস্কারটি মঙ্গলবার বিশ্ববিদ্যলয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের হাতে তুলে দিয়েছেন চ্যাম্পিয়ন দল।
এসময় চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণা কিংবা প্রতিযোগিতামূলক যেকোনো কিছুতে অংশগ্রহণ করতে কর্তৃপক্ষ সবসময় সহযোগিতা করবে। বিশ্ববিদ্যালয়কে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই।
আইআইসিটি পরিচালক অধ্যাপক জহিরুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশ-জাপান যৌথ সহযোগিতায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই হ্যাকাথনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৪০৭টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ২৭টি বিশ্ববিদ্যালয়ের ৪৬টি দল চূড়ান্ত পর্বে অংশ নেয়। এর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে শাবি শিক্ষার্থীদের দল ‘ডিফাইন কোডারস’।
চ্যাম্পিয়ন টিমের সদস্য মেহরাজুল ইসলাম বলেন, এটি বাংলাদেশের সবচেয়ে বড় হ্যাকাথন প্রোগ্রাম ছিল। এই প্রতিযোগিতায় আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা ছিল। তাই চ্যাম্পিয়ন হওয়ার পর খুব ভালো লাগছে; যা ভাষায় প্রকাশ করা যায় না। ভবিষ্যতেও দেশ-বিদেশে এমন মেগা ইভেন্টে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে নিয়ে আনতে চাই।’
প্রসঙ্গত, গত ১১ মে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘দ্বিতীয় কোড সামুরাই আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথন প্রতিযোগিতা ২০২৪’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান।
অনুষ্ঠানে ঢাকাস্থ জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ মি. ইচিগুচি তমোহিদি এবং জেট্রো-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মি. ইয়ুজি আন্দো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক এবং কোড সামুরাই ২০২৪-এর আহ্বায়ক অধ্যাপক ড. উপমা কবির। সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ অনুষ্ঠান সঞ্চালন করেন। অনুষ্ঠানের শুরুতে মনোমুগ্ধকর জাদু পরিবেশন করেন জাপানের জনপ্রিয় জাদুশিল্পী শুটওগাওয়া।