গুগল’র কৃত্রিম বুদ্ধিমত্তা, অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তি, সার্চ ইঞ্জিন প্রযুক্তি, ক্লাউড কম্পিউটিং, সফ্টওয়্যার এবং কনজিউমার ডিজিটাল ইলেকট্রনিক্সের পরিষেবা নিয়ে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের সম্মেলন কেন্দ্রে একটি বিশেষায়িত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আই.কিউ.এ.সি) এর ব্যবস্থাপনায় সেমিনারে অংশ নিয়েছে শতাধিক শিক্ষার্থী।
সেমিনার পরিচালনা করেন গুগল ক্রাউডসোর্স কমিউনিটি ম্যানেজার (বেঙ্গালুরু, ভারত) সারিতা বেহেরা। সেমিনারে গুগল ক্রাউডসোর্স এবং এক্সপ্লোর মেশিন লার্নিং শিক্ষার্থীদের জন্য নতুন যুগের অ্যাপ অ্যাপ্লিকেশনটির গুরুত্ব বর্ণনা করেন ইউআইটিএস এর আইকিউএসি পরিচালক প্রকৌশশলী মোঃ সাফায়েত হোসেন। এছাড়াও বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল ইসলাম সেমিনারের ভবিষ্যৎ পর্যালোচনা ও প্রতিক্রিয়া তুলে ধরেন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি অনুষ্ঠিত গুগল ক্রাউড সেমিনারে অংশগ্রহণকারীদের ক্রাউডসোর্স ডেটার বিস্তৃত পরিসর নিয়ে আলোকপাত করা হয়েছে। সেখান থেকে শিক্ষার্থীরা ক্রাউডসোর্স এবং এ সংক্রন্ত পরিষেবার আদ্যোপান্ত জানেতে পেরেছেন। এছাড়াও মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে কীভাবে জড়িত হওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পেয়েছেন। তারা মেশিন লার্নিংয়ে আগ্রহী হওয়ার পাশাপাশি পেশাদারদের সাথে নেটওয়ার্কিংয়ে সুযোগ লাভ করেছে।