মেমরি সাশ্রয় এবং ডাটা খরচ কমাতে একের পর এক গো অ্যাপ উন্মোচন করছে গুগল। মূলত কমদামি স্মার্টফোনে র্যাম সমস্যা থেকে বাঁচতে এবং ডাটা খরচ কমাতে এসব অ্যাপ আনছে প্রযুক্তি জায়ান্টটি। এবার গুগলের গ্যালারি অ্যাপের একই ধরণের সংস্করণ ‘গ্যালারি গো’ চালু করেছে প্রতিষ্ঠানটি।
গুগল ফটোস অ্যাপের ১৩০ মেগাবাইটের ফাইল এখন গ্যালারি গো’তে মাত্র ১৩ মেগাবাইট জায়গাতেই সংরক্ষণ হবে। সাইজ কমানো হলেও এতে সকল স্টার্নার্ড ফিচার যেমন অটো-অর্গানাইজেশন, ফটো ফাইন্ডার, সহজে এডিটিং এবং একাধিক ডিভাইস থেকে অ্যাক্সেসের সুযোগ থাকছে।
অ্যাপটিতে পরিস্কার ইউজার ইন্টারফেস রয়েছে। যেখানে স্ক্রিণশট, ডকুমেন্ট, ভিডিওর পাশাপাশি কটটেন্টের ধরণ অনুযায়ী আলাদভাবে ফাইলগুলো সাজানো থাকবে। গুগল ফটোসের মতো এতেও ইমেজ সিনক্রোনাইজেশন থাকছে।
তবে অ্যাপটি ব্যবহার করতে হলে অ্যান্ড্রয়েড ৮.১ অরিও কিংবা আপডেটেড সংস্করণ থাকতে হবে।
ডিবিটেক/বিএমটি