বাংলাদেশ সময় শুক্রবার দিনের শুরুতে টফি অ্যাপে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের ব্রাজিল-সার্বিয়ার ম্যাচ দেখেছেন ৮০ লাখ দর্শক।
এরআগে মঙ্গলবার টফি অ্যাপে আর্জেন্টিনা-সৌদি আরব ম্যাচ দেখেছেন ১ কোটির বেশি দর্শক।
অর্থাৎ আর্জেন্টিনা থেক ব্রাজিলের অ্যাপ দর্শককমেছে ২০ লাখ। তুলানামুলক দর্শক কম হওয়ার কারণ হিসেবে ম্যাচটি রাতে হওয়াকে মনে করছে সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, ফিফা বিশ্বকাপ ২০২২–এর ম্যাচগুলো স্মার্টফোনে সরাসরি দেখাচ্ছে টফি।অ্যাপের পাশাপাশি https://toffeelive.com/ ঠিকানার ওয়েবসাইটেও খেলা দেখা যায়।