কিউআর কোডের মাধ্যমে কনট্যাক্ট শেয়ার করার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ। ফলে নম্বর আদান-প্রদানের বদলে কিআর কোড স্ক্যান করেই কোনো ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে যুক্ত করা যাবে।
প্রাথমিকভাবে শুধুমাত্র অ্যান্ড্রয়েড বেটা গ্রাহকরা এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। পরবর্তী আপডেটে সকল গ্রাহকের জন্য ফিচারটি উন্মুক্ত হবে।
এছাড়া সম্প্রতি হোয়াটসঅ্যাপে একগুচ্ছ নতুন স্টিকার যুক্ত করা হয়েছে। কলম্বিয়ার ডিজাইনার অস্কার অস্পিনা এই স্টিকার প্যাক ডিজাইন করেছেন। স্টিকার কালেকশন থেকে ওপিআই নামে সার্চ করে নতুন স্টিকার প্যাকটি ডাউনলোড ও ব্যবহার করা যাবে।
ডিবিটেক/বিএমটি
[প্রিয় পাঠক, আপনিও ডিজি বাংলা’র অংশ হয়ে উঠুন। প্রযুক্তি বিষয়ক খবরা-খবর, মোবাইল-গেম রিভিউ, স্কুল-কলেজ পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উদ্ভাবন-গবেষণা, মেলা, ফ্যাশন, লাইফস্ট্যাইল, ক্যারিয়ার, পরামর্শ, টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ভিডিও/ছবিসহ মেইল করুন[email protected] এ ঠিকানায়। আপনার সঙ্গে যোগাযোগের নম্বরটিও লিখুন। লেখা আপনার নামে প্রকাশ করা হবে। মনোনীত লেখার জন্য সম্মানি দেয়া হবে।]