আইসিসি ক্রিকেট বিশ্বকাপ উন্মাদনার মাত্রা আরো বাড়াতে টাইগার ফ্যানদের জন্য ‘ওয়ার্ল্ড কাপ ক্রিকেট বট’ প্রতিযোগিতা ও স্টিকার প্যাক সুবিধা এনেছে গ্লোবাল ম্যাসেজিং প্ল্যাটফর্ম ভাইবার।
এদিকে ইউনিলিভারের সঙ্গে মিলে ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে ফ্রি স্টিকার প্যাক প্ল্যাটফর্মে যুক্ত করেছে ভাইবার। ‘
খেলবে টাইগার, জিতবে টাইগার’ শীর্ষক স্টিকার প্যাক ইতিমধ্যে ব্যাপক সাড়া পেয়েছে ব্যবহারকারীদের মধ্যে যা টিম বাংলাদেশের স্মরণীয় মূহুর্তগুলো নিয়ে দেশের অগণিত ভক্তদের ক্রিকেট খেলা নিয়ে উন্মাদনারই বহিঃপ্রকাশ।
সেই উন্মাদনায় ক্রিকেট ভক্তদের জন্য চলমান বিশ্বকাপের আসন্ন ম্যাচগুলোতে বিজয়ী দলের নাম অনুমান করে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগে ঘোষণা করা হয়েছে প্রতিযোগিতা। ব্যবহারকারীরা লিডারবোর্ডে থাকা অংশগ্রহণকারী ক্রিকেট ভক্তদের সাথে প্রতিযোগিতা করার পাশাপাশি সর্বোচ্চ সঠিক অনুমান করে র্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করা এবং ক্রিকেট ভক্তদের মাঝে ‘প্রাইম স্পটে’ থাকার সুযোগ পাবেন।
প্রসঙ্গত, ভাইবারে উক্ত স্টিকার প্যাক ডাউনলোড করলে স্বয়ংক্রিয়ভাবে ক্রিকেট বটে সাবস্ক্রাইব হয়ে যেতে পারবেন ব্যবহারকারীরা। https://vb.me/unileverstickerpr_1 থেকে ভাইবার ব্যবহারকারীরা স্টিকার প্যাক ডাউনলোড করতে পারবেন।