জনপ্রিয় মেসেজিং, অডিও এবং ভিডিও কলিং সেবা ‘হোয়াটসঅ্যাপ’ শিগগিরই বিভিন্ন অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে কার্যকরী থাকবে না বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই কিছু কিছু ফোনে সেবা বন্ধ করা হয়েছে। তাই আপনার যদি ঐ অপারেটিং সিস্টেমের বা অনেক পুরাতন স্মার্টফোন থাকে তাহলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না।
হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হলে আপনাকে আপগ্রেডেড অপারেটিং সিস্টেমের স্মার্টফোনের দ্বারস্থ হতে হবে। তাই বন্ধ হওয়ার আগে চলুন জেনে নিই সেসব ফোনের কথা, যেগুলোতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না।
১। উইন্ডোজ ফোন
আগামী ৩১ ডিসেম্বর থেকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা সকল ফোনেই অকার্যকর হয়ে পড়বে হোয়াটসঅ্যাপ।
২। অ্যান্ড্রয়েড ২.৩.৭
২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে অ্যান্ড্রয়েড ২.৩.৭ অপারেটিং সিস্টেম চালিত ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।
৩। আইওএস ৭
একইভাবে ২০২০ সালের ১ ফেব্রুয়ারির পর থেকে আইওএস ৭ অপারেটিং সিস্টেম চালিত আইফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।
৪। অ্যান্ড্রয়েড ২.৩.৩ এবং আগের সংস্করণ
ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড ২.৩.৩ কিংবা এর আগের সংস্করণের ফোনে সেবা দেয়া বন্ধ করে দিয়েছে হোয়াটসঅ্যাপ।
৫। আইওএস ৬
ইতিমধ্যেই আইওএস ৬ চালিত আইফোনে বন্ধ করে দেয়া হয়েছে হোয়াটসঅ্যাপ।
৬। আইফোন ৩জিএস
অ্যাপল ডিভাইসের মধ্যে ইতিমধ্যেই আইফোন ৩জিএস-এ হোয়াটসঅ্যাপ অকার্যকর হয়ে পড়েছে।
৭। ব্ল্যাকবেরি ওএস এবং ব্ল্যাকবেরি ১০
ব্ল্যাকবেরি ওএস চালিত এবং ব্ল্যাকবেরি ১০ ফোনে ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপের সেবা বন্ধ করা হয়েছে।
৮। ওএসইএস
ওএসইএস ডিভাইসের জন্য বর্তমানে হোয়াটসঅ্যাপ কোনো আপডেট আনছে না। ফলে এসব ফোনে যেকোনো সময় যেকোনো সেবা কাজ নাও করতে পারে।
ডিবিটেক/বিএমটি