গত কয়েক বছরে অনলাইন দুনিয়ায় বেশ সাড়া ফেলছে বেনামি পত্র দেওয়ার মাধ্যমগুলো। কতগুলো প্ল্যাটফর্ম আছে যার মাধ্যমে একজন নিবন্ধিত ব্যবহারকারীকে যে কেউ নিজের নাম, পরিচয় গোপন রেখেই অনলাইনে লিখতে পারে।
সমপ্রতি ‘চিঠি ডট মি’ নামে এমনি একটি অ্যাপ তৈরি করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ হাসান। চিঠি ডট মি অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।
নাম পরিচয় গোপন রেখে বার্তা পাঠানোর অ্যাপের ডিজাইন এরই মধ্যে আকৃষ্ট করছে ব্যবহারকারীদের।
চলতি মাসের ৮ তারিখে গুগল প্লে স্টোরে প্রকাশ করা হয়েছে চিঠি ডট মি নামে অ্যাপটি। এরই মধ্যে প্রায় ৫০ হাজার বার অ্যাপটি ডাউনলোড করা হয়েছে। এই অ্যাপে পুরোনো দিনের বাদামি রঙের কাগজের মাঝে চিঠি লেখা যাচ্ছে। পাশাপাশি হাতের লেখার অনুরূপ ফন্টও বেশ আকর্ষণীয়। অধিকাংশ ব্যবহারকারী নিজেদের সম্পর্কে বিভিন্ন মতামত জানতে চাচ্ছেন ইনবক্সের ঠিকানা শেয়ার করে।
অ্যাপে পুরোনো দিনের কাগজের প্রতিকৃতির পাশাপাশি নোটপ্যাডের মতোও কাগজ রয়েছে। প্রেরক তার পছন্দ মতো ডিজাইন পছন্দ করে চিঠি লিখতে পারছে এখানে। চিঠিগুলো প্রাপক নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারছেন।