হোয়াটস অ্যাপের সাথে টেক্কা দিতে মোবাইল অপারেটর বাংলালিংকের মাধ্যমে বাংলাদেশে গুগল’র মাল্টিমিডিয়া মেসেজিং পরিষেবা ‘আরসিএস’ চালু করছে বৈশ্বিক ক্লাউড যোগাযোগ সেবাদাতা ইনফোবিপ। এই লক্ষ্যে রাজধানীর ওয়েস্টিন হোটেলের বলরুমে রবিবার ইনফোবিপ রিচ কমিউনিকেশন সার্ভিসেস (আরসিএস) এর সঙ্গে বাংলালিংক এর মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে।
বাংলালিংক এর চিফ কমার্সিয়াল অফিসার উপাঙ্গ দত্তের উপস্থিতিতে অপারেটরটির ডিজিটাল বিজনেস ডিরেক্টর মহিত কাপুর ইনফোবিপ এর এশিয়া অঞ্চলের ভিপি হর্ষ সোলাঙ্কি চুক্তিতে সই করেন। এছাড়াও প্রথমবারের মতো এই ইনফোবিপ সেবা নিতে সেবা প্লাটফর্ম লিমিটেডের পক্ষে ভাইস প্রেসিডেন্ট ওমর শরীফ ইবনে হাই বাংলালিংক এর সঙ্গে চুক্তিতে সই করেন।
চুক্তি অনুষ্ঠানের পর কেক কেটে ইনফোবিপ এর মাধ্যমে বাংলালিংকরে অ্যাডটেক প্লাটফর্ম থেকে আরসিএস সেবা উন্মোচন করা হয়।
সেবার বিষয় ওমর শরীফ ইবনে হাই জানান, ইনফো বিআপি ও বাংলালিংক এর অংশীদারিত্বের মাধ্যমে আমরা বাংলাদেশে প্রথম আরসিএস এন্টারপ্রাইজ সেবা ব্যবহারকারী হবো। এই যোগাযোগ ব্যবস্থায় আমরা ১৬০ ক্যারেক্টর প্লেন এসএমএস এর পরিবর্তে আরসিএস এর মাধ্যমে এক হাজার ক্যারক্টারের স্ক্রলযোগ্য ইন্টারঅ্যাক্টিভ মেসেজ দিতে পারবো। গুগল ভেরিফায়েড বিজনেস হিসেবে আমরা আমাদের লোগো সহ এই কমিউনিকেশন সম্পন্ন করতে পারবো।

এর আগে গুগল এর ওটিটি আঞ্চলিক প্রধান শ্রদ্ধা থাপা এবং অভিনব ঝা কীভাবে সামনের এন্টারপ্রাইজ ব্যবসায় আরসিএস চ্যাট-অ্যাপের মতো ব্যবসায়িক মেসেজিংয়ে বিপ্লব ঘটায় সে সম্পর্কে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন৷ অ্যাপটির লাইভ ডেমো দেখান ইনফোবিপ-এর নীতীশ নারায়ণন।
সেবা নিয়ে বাংলাংলিংক এর উপাঙ্গ দত্ত বলেছেন, অডিও, ডিজিটাল এবং টেক্সট মিলিয়ে টার্গেট কস্টমারে কাছে উদ্ভাবনী বিজ্ঞাপন সেবা দেবে আমাদের AdTech প্ল্যাটফর্ম। Infobip-এর সাথে অংশীদারিত্বের মাধ্যমে, আমরা আমাদের ডিজিটাল পোর্টফোলিওতে রিচ কমিউনিকেশন সার্ভিসেস (RCS) একীভূত করেছি। এই ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া সার্ভিসটি শুধু বাংলালিংক গ্রাহকদের ডিজিটাল ব্যস্ততা বাড়াবে না, বরং আমাদের এন্টারপ্রাইজ গ্রাহকদের একটি নতুন যুগের সমাধানে সহায়তা করবে। আমরা আত্মবিশ্বাসী যে RCS-এর মতো প্রযুক্তিগুলি আমাদের এন্টারপ্রাইজ গ্রাহকদের ব্যক্তিগত যোগাযোগ উন্নত করতে ও তাদের ব্যবসার বৃদ্ধিতে সাহায্য করার জন্য শক্তিশালীভাবে প্রভাবক হিসেবে কাজ করবে।